ফুঁসে উঠছে তিতাস
ব্রাহ্মণবাড়িয়ায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিতাস নদীর পানি। এতে করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে তিতাসের পানি বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শুক্রবার সকাল ৯টার দিকে করা সর্বশেষ পরিমাপ অনুযায়ী জেলা শহরের কুরুলিয়া পয়েন্টে তিতাস নদীর পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সরাইল উপজেলার আজবপুর পয়েন্টে প্রবাহিত হচ্ছে ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে। ইতোমধ্যে সরাইল উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি আর এক ফুট উপরে উঠলেই আজবপুর পয়েন্ট সংলগ্ন ঘর-বাড়িতে পানি উঠবে। মেঘনা নদীর পানি এখনও পর্যন্ত বিপৎসীমার নিচে থাকলেও নদী ভাঙন শুরু হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ব্রাহ্মণবাড়িয়ার সাতটি জায়গায় নদীর পানি পর্যবেক্ষণ করি। তিতাস নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে আজবপুর পয়েন্টের পানি আর এক ফুট উচ্চতায় উঠলে ঘর-বাড়িতে পানি ঢুকবে।
আজিজুল সঞ্চয়/এফএ/এমএস