গরুবোঝাই ট্রলারডুবির সেই ঘটনায় ব্যবসায়ীর খোঁজ পাচ্ছে না পরিবার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২৬ জুলাই ২০২০

মানিকগঞ্জের আরিচা ঘাটে যমুনা নদীতে কোরবানির পশুবোঝাই ট্রলারডুবির ঘটনায় এক গরু ব্যাপারি নিখেঁজ রয়েছেন। তিনদিন ধরে স্বজনরা ট্রলার নিয়ে নদীতে তার খোঁজ করলেও কোনো সন্ধান মিলছে না। সন্ধান পাওয়া যায়নি ২৫টি গরুসহ ডুবে যাওয়া ট্রলারেরও।

গরু ব্যাপারি নিখোঁজ থাকলেও বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের। দুর্ঘটনার পর তারা সাংবাদিকদের জানিয়েছিলেন গরু ব্যাপারি এবং খামারি সবাই উদ্ধার হয়েছেন।

নিখোঁজ গরু ব্যাপারির নাম আনিছুর রহমান ওরফে মোল্লা (৫৫)। তার বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডব এলাকায়। আনিছুর রহমান ঢাকার গাবতলী গরুর হাটের একজন প্রতিষ্ঠিত গরু ব্যবসায়ী।

আনিছুর রহমানের ভগ্নিপতি ফরহাদ হোসেন জানান, শুক্রবার পাবনা থেকে বেশ কয়েকটি গরু কিনে তিনি ওই ট্রলারে করে আরিচা ঘাটের উদ্দেশ্যে রওনা হন। ঘাটের কাছে এসে ট্রলারটি ডুবে গেলে তিনি নিখোঁজ হন। তবে স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলার থেকে জীবিত উদ্ধার হয়েছেন আনিছুর রহমানের রাখাল।

ফরহাদ হোসেন আরও জানান, নিখোঁজের বিষয়টি তিনি পাটুরিয়া নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস বিভাগকে অবগত করেছেন। তার সন্ধানে তিন দিন ধরেই তারা ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুঁজি করছেন। আরিচা থেকে মাওয়া ফেরিঘাট পর্যন্ত তারা ঘুরে দেখেছেন বলে জানান।

এদিকে পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি মুনছুর রহমান জানান, ট্রলারডুবির ঘটনায় কারো নিখোঁজ থাকার বিষয়টি তার জানা নেই। দুর্ঘটনার পর যারা উদ্ধার হয়েছিলেন তাদেরও কেউ কারো নিখোঁজ থাকার বিষয়টি জানাননি।

গরু ও ট্রলারের সন্ধান না পাওয়ার বিষয়ে তিনি জানান, নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে আজ-কালের মধ্যে ট্রলারসহ গরু ভেসে উঠতে পারে।

উল্লেখ্য, শুক্রবার পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটে আসার পথে প্রবল সোতের কবলে পড়ে ৪০-৪৫টি কোরবানির গরুবোঝাই একটি ট্রলার ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় মাত্র ৪টি গরুসহ ব্যাপারি ও খামারিদের উদ্ধার করা হয়।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।