সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি মওকুফের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৭ জুলাই ২০২০
ছয় দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষা অধিকার আদায় আন্দোলন

ছয় দফা দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করেছে শিক্ষা অধিকার আদায় আন্দোলন। সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেস ভাড়া ৫০ ভাগ কমানোর রাষ্ট্রীয় প্রজ্ঞাপন জারি, সব শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছর বেতন ও ফি মওকুফ, অনলাইন ক্লাসের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করা, বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদানসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করেন সংগঠনের নেতাকর্মীরা।

পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী কমিশনার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। রাজিব রায় রাজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন আদিত্য রায় সানি, প্রসেনজিত চন্দ্র দেব, আকাশ তালুকদার, রমজান আলী, শ্রাবনী রবি দাশ ও রাহুল রবি দাশ প্রমুখ।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।