ভাই-ভাতিজার হামলায় সাবেক সেনাসদস্য নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ২৯ জুলাই ২০২০

লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে ভাই-ভাতিজার হামলায় আহত সাবেক সেনাসদস্য দেলোয়ার হোসেন (৭০) মারা গেছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেনের সঙ্গে তার ভাই এমরান হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমির গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সম্প্রতি ভাই এমরান ও তার (এমরান) ছেলে ফোরকানের সঙ্গে দেলোয়ারের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেলোয়ারকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এতে দেলোয়ারের দুই হাত ও বুকে মারাত্মক আঘাত লাগে। অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত দেলোয়ারের ছেলে সুমন হোসেন পাটওয়ারী জানান, জমি নিয়ে বিরোধের জেধরে তার বাবাকে পিটিয়ে মারাত্মক আহত করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় মামলা করা হবে।

এদিকে অভিযুক্ত এমরান ও তার ছেলে ফোরকান পরিবারসহ পলাতক থাকায় এ ব্যাপারে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, ভাইয়ের সঙ্গে জমি নিয়ে বিরোধে মারামারির ঘটনায় আহত দেলোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মরদেহ বাড়িতে নিয়ে এলে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কাজল কায়েস/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।