পটুয়াখালীতে করোনা কেড়েছে ৩০ প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:৫৮ এএম, ৩০ জুলাই ২০২০

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে গৌতম চন্দ্র দাস (৬২) নামের এক বৃদ্ধ মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় ১৮ জন আক্রান্ত হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার ভোরে পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গৌতম চন্দ্র দাস (৬২) মারা যান। সোমবার (২৭ জুলাই) হাসপাতালে ভর্তি হন। ওইদিন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ আইইডিসিআর-এর সর্বশেষ তথ্য অনুযায়ী গৌতম করোনায় আক্রান্ত ছিলেন। এতে জেলায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে।

সিভিল সার্জন আরও বলেন, একদিনে নতুন করে সদরে ১১ জন, কলাপাড়া ৪ জন, দুমকি ১ জন, বাউফল ১ জন এবং গলাচিপা ১ জন আক্রান্ত হয়েছে। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১৬ জনে।

এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরছে ৬১৮ জন। এছাড়া আক্রান্তের মধ্যে হাসপাতাল আইসোলেশন ১২ জন ও হোম আইসোলেশন ৩৫৮ জন চিকিৎসা নিচ্ছেন।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।