প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বন্যাদুর্গতরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ৩০ জুলাই ২০২০
কুড়িগ্রামের চরাঞ্চলের বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো ঈদ উপহার পেয়েছেন কুড়িগ্রামের প্রায় চার শতাধিক বানভাসি। বৃহস্পতিবার (৩০ জুলাই) কুড়িগ্রামের চরাঞ্চলের বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করা হয়।

সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এবং উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরে এসব উপহার বিতরণ করা হয়। দুই উপজেলার প্রায় চার শতাধিক বানভাসির মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার, শিশুখাদ্য ও গো-খাদ্য বিতরণ করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) রেজাউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন- জনস্বাস্থ্য প্রকৌশলের নির্বাহী কর্মকর্তা সায়হান আলী, সদর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ময়নুল ইসলাম, উলিপুর উপজেলার ইউএনও আব্দুল কাদের, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক খ.ম. আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

নাজমুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।