শিবচরে বন্যাকবলিত ও এতিমখানায় ঈদের খাবার দিলো সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০১ আগস্ট ২০২০

মাদারীপুরের শিবচরে ঈদের দিন দুপুরে রান্না করা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ সোনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীরের সেনা সদস্যরা। খাবার পেয়ে কুতুবপুর এলাকার ২২০ জন বন্যাকবলিত, দারুল উলুম এতিমখানা ও নুরুল উলুম এতিমখানার ১৩০ জন এতিম শিশু ব্যাপক খুশী।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অপারেশ কোভিড শিল্ড এর আওতায় (ইনএইড টু সিভিল পাওয়ার) সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের ৮ম বাংলাদেশ ইনফ্রেন্টেটি ব্যাটালিয়ন মাদারীপুর জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় সর্বাত্ম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

করোনাভাইরাইসের প্রকোপ মোকাবেলায় শুরুতেই সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ জেলার বন্যা কবলিত জনগণের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে সেনা সদস্যদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Madaripur

এরই ধারাবাহিকতায় শিবচর উপজেলার বন্যা কবলিত ও দুঃস্থ এতিমদের মাঝে ৯ম পদাতিক ডিভিশনের ঈদের শুভেচ্ছা হিসেবে দুপুরের রান্না করা খাবার বিতরণ করা হয়।

শরীয়তপুরের জাজিরা সেনা ক্যাম্পের মেজর জাহিদের নেতৃত্বে খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মতিউর রহমান।

এ কে এম নাসিরুল হক/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।