নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আষাঢ়ী পূর্ণিমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ আগস্ট ২০২০

বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ সম্প্রদায়। সোমবার সকালে শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয় বান্দরবানের বিহারগুলো। স্বাস্থ্যবিধি মেনে সমবেত প্রার্থনায় মিলিত হন ভক্তরা।

বান্দরবানের খিয়ং ওয়া কিয়ং রাজবিহার, কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার, কালাঘাটা আম্রকানন গৌতম বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে চলছে প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং প্রদান (ভান্তেদের খাবার দান), প্রদীপ প্রজ্জলন, বোধিবৃক্ষমূলে চন্দন জল সিঞ্চন, বুদ্ধমূর্তি স্মানসহ নানান ধর্মীয় অনুষ্ঠান।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে তিনমাস বর্ষাবাস পালন করবেন বৌদ্ধ ধর্মালম্বীরা। এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসরণ ও পরোপকারে তিনমাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।

সৈকত দাশ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।