করোনায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের
হবিগঞ্জের মাধবপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহন বাঁশি দাস (৭৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এএইচ এম ইশতাক আল মামুন বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে মাধবপুর উপজেলায় করোনাভাইরাসে দুজনের মৃত্যু হলো।
জানা গেছে, উপজেলার আন্দিউড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মোহন বাঁশির শরীরে করোনার উপসর্গ দেখা দিলে মাধবপুর উপজেলা হাসপাতালে নমুনা দেয়া হয়। গত ৩০ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় তার স্বজনরা মঙ্গলবার (৪ আগস্ট) তাকে বাড়ি নিয়ে আসেন। বুধবার সকালে তার মৃত্যু হয়।
কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস