বান্দরবানে প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন ৩০ সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৭ আগস্ট ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া করোনাকালীন আর্থিক সহায়তা পেলেন বান্দরবানের ৩০ সাংবাদিক। বৃহস্পতিবার (৬ আগস্ট) একটি আবাসিক হোটেলে সাংবাদিকদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও প্রেস ইউনিটের সহযোগিতায় প্রথম ধাপে ৩০ জন সাংবাদিককে ১০ হাজার টাকার চেক তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ারসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, করোনার মহামারি সারাবিশ্বকে নাড়া দিয়েছে। আমরা যখন দেশেক এগিয়ে নিয়ে যাচ্ছি তখন এই মহামারি আমাদের এখনও নাড়া দিয়েছে। এই সময় স্বাস্থ্য, শিক্ষা, পরিবহনসহ প্রত্যেক ক্ষেত্রে প্রণোদনা দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালেও প্রধানমন্ত্রী সারাদেশের কলম সৈনিক সাংবাদিকদের পাশেও দাঁড়িয়েছেন।

মন্ত্রী জানান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০১৬-১৭ অর্থবছরে ২৭১ জন সাংবাদিক ও তাদের পরিবারকে এক কোটি ৯৮ লাখ টাকা সহায়তা করা হয়। ২০১৭-১৮ অর্থবছরে ৩০৩ জনকে দুই কোটি ৬৯ লাখ টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৩৯০ জনকে দুই কোটি ৯০ লাখ টাকা, ২০১৯-২০ অর্থবছরে ১৯৯ জনের মাঝে এক কোটি ৬৯ লাখ টাকা ২৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

সৈকত দাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।