রাস্তা দেখিয়ে দিতে ডেকে শিশুকে ধর্ষণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ০৮ আগস্ট ২০২০
ফাইল ছবি

বান্দরবানের লামা উপজেলায় রাস্তা দেখিয়ে দিতে ডেকে নিয়ে নয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্ব ঘিলাপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. কাদের (৩০) কক্সবাজারের চকরিয়া উপজেলার রংমহল এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে। ঘটনার পর কাদেরকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে পূর্ব ঘিলাপাড়ার এক শিশু বাড়ির পাশে গরু চরাতে যায়। এ সময় শিশুটিকে বনপুর এলাকায় যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলেন কাদের। রাস্তা দেখিয়ে দিতে গেলে হঠাৎ করে শিশুর মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান কাদের। শিশুটি অজ্ঞান হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। পরে শিশুটিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। এরপর কাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত কাদেরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সৈকত দাশ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।