খতনার অনুষ্ঠানে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
মুন্সীগঞ্জ সদর উপজেলায় চর-কেউয়ার ইউনিয়নের একটি পুকুরে নৌকা ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের বড় গুহেরকান্দি এলাকার একটি পুকুরে নৌকায় করে ঘুড়তে নামে ৬-৭ জন শিশু। এ সময় নৌকা উল্টে ডুবে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়।
মৃত তিন শিশু হলো- সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের বড় গুহেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আরাফাত হোসেন (৭), মুন্সীগঞ্জ সদরের পশ্চিম দেওভোগ গ্রামের আজিমের মেয়ে হাবসা মনি (৮) ও ঢাকার সায়েদাবাদ এলাকার তৈয়ব আলীর মেয়ে তন্দ্রা (১৩)।
মৃত আরাফাতের চাচা আনোয়ার হোসেন বলেন, দুইদিন আগে আরাফাতের সুন্নতে খতনার অনুষ্ঠানে এসেছিল সবাই। স্থানীয় একটি পুকুরে নৌকা দিয়ে ৬-৭ জন শিশু ঘুরছিল। একপর্যায়ে নৌকা উল্টে ডুবে যায়। এ সময় বাকিদের উদ্ধার করা গেলেও তিন শিশু নিখোঁজ হয়। প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তাদেরকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, আরাফাতের সুন্নতে খতনার অনুষ্ঠানে বেড়াতে আসে অন্যরা। নৌকা ডুবিতে ৫-৬ জনের মধ্যে তিন শিশু মারা যায়।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এসআর