করোনায় মেহেরপুরের আরও দুইজনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মেহেরপুরের আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষানবিশ আইনজীবী ও আরেকজন হার্ডওয়্যার ব্যবসায়ী। শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃতু হয়।
তারা হলেন- গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের শিক্ষানবিশ আইনজীবী আবুল কালাম আজাদ (৩৮) ও মেহেরপুর পৌর ঈদগাঁও পাড়ার হার্ডওয়্যার ব্যবসায়ী কলিম উদ্দিন (৫২)।
ঢাকার একটি হাসপাতালের আইসিইউতে আবুল কালাম আজাদ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কলিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আবুল কালাম আজাদ সাহেবনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের একমাত্র ছেলে এবং কলিম উদ্দীন মেহেরপুর শহরের পৌর ঈদগাপাড়ার বাসিন্দা। এ নিয়ে এখন পর্যন্ত মেহেরপুরে করোনায় ১১ জনের মৃত্যু হলো।
জানা গেছে, আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বসবাস করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সান্ধ্যকালীন এলএলএম কোর্সের ৫ম ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন। বেশ কিছুদিন আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
কলিম উদ্দিনের পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি করোনা শনাক্ত হওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন কলিম উদ্দীন। অবস্থার উন্নতি না হওয়ায় দুদিন আগে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার মৃত্যু হয়।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, স্বাস্থ্যবিধি মেনে জানাজা শেষে উভয়ের মরদেহ দাফন করা হবে।
আসিফ ইকবাল/আরএআর/জেআইএম