নানার বাড়িতে বিয়ে খেতে গিয়ে মারা গেল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১৬ আগস্ট ২০২০

 

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে খেলা করার সময় অটোরিকশা ও গাছের মধ্যে চাপা পড়ে নিহত হয়েছে লামিয়া আক্তার (৬) নামে এক শিশু। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সীমান্তবর্তী শিয়ালউড়ি গ্রামের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া উপজেলার হরষপুর গ্রামের আশিক মিয়ার মেয়ে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, হরষপুর গ্রামের আশিক মিয়া ও পাপিয়া সুলতানা পুতুলের ছোট মেয়ে লামিয়া আক্তার শিয়ালউড়ি গ্রামের নানা আবদুর রশিদ মিয়ার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায়। শনিবার সন্ধ্যায় লামিয়া বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় এক চালক তার অটোরিকশা ঘুরাতে যান। এতে লামিয়া অটোরিকশা ও পাশে একটি গাছের মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।