মুন্সিগঞ্জে বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ১৬ আগস্ট ২০২০

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বেতন-বোনাস ও বকেয়া ওভারটাইমের মজুরির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে নামিয়ে দিলে মিলের প্রধান ফটকের সামনে অবস্থান নেন শ্রমিকরা।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে বসুন্ধরা টিস্যু পেপার মিলের শ্রমিকরা বেতন পাচ্ছেন না। দু-তিন মাস পর পর এক মাসের বেতন পান তারা। ১৫ মাস ধরে ওভারটাইমের মজুরি দেয়া হয় না তাদের। এ অবস্থায় নির্ধারিত সময়ে বেতন-বোনাস এবং ওভারটাইমের মজুরির দাবিতে পথে নেমেছেন তারা।

গজারিয়া থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন বলেন, মহাসড়কে শ্রমিকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। যান চলাচল স্বাভাবিক রাখতে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে।

এদিকে, বিকেল ৩টায় মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে শ্রমিকদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নান। তিনি শ্রমিকদের দাবিগুলো লিখিত আকারে মালিকপক্ষের কাছে পেশ করতে বলেন। একই সঙ্গে আন্দোলন সাময়িক বন্ধ রেখে মালিকপক্ষের সিদ্ধান্তের ওপর আস্থা রাখতে বলেন তিনি। তবে তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।