একসঙ্গে ৪ সন্তানের জন্ম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৮ আগস্ট ২০২০

জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম (৩০) নামে এক প্রসূতি। এদের মধ্যে দুটি ছেলে ও দুটি কন্যাসন্তান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে শহরের জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে ওই চার সন্তানের জন্ম হয়।

প্রসূতি আনোয়ারা বেগম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের শিংদহ গ্রামের বেলাল মিয়ার স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ারা বেগমের আরও দুটি কন্যাসন্তান রয়েছে। এবার তিনি গর্ভবতী হলে ডাক্তার তাকে জমজ সন্তান হবে বলে জানিয়েছিলেন। সোমবার (১৭ আগস্ট) রাত থেকে প্রসববেদনা শুরু হলে মঙ্গলবার সকালে তাকে জামালপুর শহরের জিয়া হেলথ কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার কিছুক্ষণ পরই একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি। পরে প্রায় এক ঘণ্টা অপেক্ষা করার পর আর কোনো সন্তান না হলে ডাক্তারের পরামর্শে সিজার করলে বাকি সন্তানদের জন্ম হয়।

এ বিষয়ে হাসপাতালটির গাইনি সার্জন ডা. সাজদা-ই-জান্নাত তনু বলেন, আনোয়ারা বেগমসহ তার চারটি সন্তানই সুস্থ আছে। যেহেতু বাচ্চাগুলো স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ওজনের তাই তাদের স্পেশাল কেয়ারের জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।