জামাইয়ের সামনে গালিগালাজ, শাশুড়িকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৯ আগস্ট ২০২০
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে তুচ্ছ ঘটনায় গৃহবধূ সখিনা বেগমকে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত সখিনা বেগম (৩৫) গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। আটকরা হলেন, মর্জিনা খাতুন (৩৭), তার স্বামী ইমানুর রহমান ঝন্টু (৪৫) ও ছেলে জাহিদ হাসান(১৩)।

স্থানীয়রা জানায়, আনোয়ার হোসেন ও ইমানুর রহমান সম্পর্কে ভাই। আনোয়ারের মেয়ে জামাই বাড়িতে থাকায় সখিনা তার ভাসুরের ছেলে ও তার মা মর্জিনাকে গালাগালিজ না করার জন্য অনুরোধ করলে উভয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মর্জিনা বেগম, ছেলে জাহিদ হাসান এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে সখিনাকে হত্যা করে। মেয়ে রাজিয়াকেও আঘাত করে।

কলারোয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনীর উল গীয়াস জানান, ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহত রাজিয়াকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।