পুকুরে গোসল করতে নেমে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৫ আগস্ট ২০২০
ফাইল ছবি

সুনামগঞ্জের দিরাইয়ে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে- ওই গ্রামের পরাছ মিয়ার মেয়ে সিমি আক্তার (৯) ও সিমরান আক্তার (৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে দুই বোন পুকুরে গোসল করতে যায়। অনেকক্ষণ দুইজনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলার মার্কুলী বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন।

কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মুজিবুর রহমান তালুকদার জানান, তারা সকালে পুকুরে গোসল করতে গিয়েছিল। ধারণা করা হচ্ছে পানিতেই তাদের মৃত্যু হয়েছে।

দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবার জানিয়েছে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে।

মোসাইদ রাহাত/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।