করোনায় ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলীর মৃত্যু
ঢাকা ওয়াসার সাবেক নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান জিন্নাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন।
শুক্রবার ( ২৮ আগস্ট) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী জানান, মাহমুদুর রহমান জিন্নাহ চৌধুরী সপ্তাহখানেক আগে করোনায় আক্রান্ত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে সেখানে তার মৃত্যু হয়। পরে শুক্রবার সকালে পুলিশের তত্ত্বাবধানে কামদিয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম