প্রজ্ঞাপনের বিরোধিতা, উপজেলা চেয়ারম্যানের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ২৮ আগস্ট ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের বিরোধিতা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেলেন নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। এ ঘটনায় তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা শাখা-১ থেকে উপসচিব নুমেরী জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ ব্যাখ্যা চাওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে প্রেরিত চিঠির আলোকে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

গত ঈদুল ফিতরের আগে উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ তার নিজের ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, হাট-বাজার ঈদ মার্কেট সব চলছে, শুধু ধর্ম পালনে ঈদের জামাত মসজিদে। আমি অবাক হই। আবার আরেক ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ফরজ নামাজে ৫ জন, তারাবিতে ১২ জন, হাট বাজারে হাজার হাজার জন, কি সুন্দর ধর্মমন্ত্রী। তার এ ধরনের মন্তব্যে করোনাভাইরাস সংক্রমণ রোধে ধর্ম মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের বিরোধিতা করা হয়েছে।

এ ব্যাপারে নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, এ বিষয়ে আমার কাছে ব্যাখ্যা চাওয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি চিঠি অনলাইনে দেখেছি। কিন্তু ডাকযোগে এখনও পাইনি। চিঠি পেলে পরবর্তীতে ব্যাখ্যা দেয়া হবে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।