সাবেক এমপির ছেলেকে পিটিয়ে রক্তাক্ত করল সন্ত্রাসীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৯ আগস্ট ২০২০

বগুড়ার নন্দীগ্রামে নাটোর-৩ (সিংড়া) আসনের সাবেক এমপি ইয়াকুব আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী ইকবাল হোসেনকে (৪৫) পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নন্দীগ্রাম উপজেলার ২নং ইউনিয়নের রনবাঘা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী হাসেম, মুন্নাফ ও রবিউল আলম পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ইকবাল হোসেনের ওপর আকস্মিক হামলা চালায়। ইকবালকে পিটিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনতা বিষয়টি আঁচ করতে পেরে হামলাকারীদের আটক করে গণধোলাই দেন। পরে পুলিশে খবর দিলে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসেম, মুন্নাফ ও রবিউলকে আটক করে থানায় নিয়ে যায়।

আহত ইকবালকে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিরিন আকতার সেতু বলেন, আহত ব্যক্তির মাথার চান্দি কেটে বেশ ডিপ হয়েছে। এছাড়া হাত-পা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে বগুড়ায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে সিংড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শফিক বলেন, দুর্বৃত্তরা সামনের দিনের রাজনীতিকে কলুষিত করতে যে পরিকল্পনা হাতে নিয়েছে এটা তারই প্রতিফলন।

রেজাউল করিম রেজা/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।