স্টার জলসার সিরিয়ালের ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে শিশুর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১০:৫১ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় চ্যানেল স্টার জলসার একটি সিরিয়ালের ফাঁসির দৃশ্যে অভিনয় করতে গিয়ে পুতুল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে তার মৃত্যু হয়।

পুতুল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামের সায়েব আলীর মেয়ে।

সায়েম আলী জানান, দুপুরে পুতুলসহ ৪-৫ জন শিশু মিলে ভারতীয় স্টার জলসার চ্যানেলের একটি সিরিয়ালের অভিনয় করছিল। এ সময় সে ফাঁসির দৃশ্য দেখাতে গেলে বৈদ্যুতিক পাখার সঙ্গে তার ওড়না জড়িয়ে যায়। তার এ অবস্থা দেখে অন্য শিশুরা চিৎকার শুরু করে দিলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটির খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।