মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিশু রাফসান সামি (৩) হত্যা মামলায় তিনজনের আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মাহফুজার রহমান, শালজার রহমান ও মফিজুল ইসলাম।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণের পর বিচারক আজ এ রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার রোয়া গ্রামের মেজবাবুল ইসলামের শিশুপুত্র সামিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে মুক্তিপণ না পেয়ে সামিকে গলাটিপে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে রাখে। ঘটনার একদিন পর পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় দুইদিন পর নিহত সামির বাবা মেজবাবুল ইসলাম হত্যা মামলা করেন। মামলার চার মাস পর আসামিদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামিরা সামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জাহিদ খন্দকার/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।