করোনা উপসর্গ নিয়ে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০১:২১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০
প্রতীকী ছবি

করোনা উপসর্গ নিয়ে নাটোর সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলিম মোল্লার মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়।

জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লা করোনা উপসর্গ নিয়ে গত ৫ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার মৃত্যুবরণ করেন তিনি।

আব্দুল আলিম মোল্লা ১৯৯৫ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ২০১২ সালে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দক্ষিণ তাউসারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।

এদিকে আব্দুল আলিম মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।

রেজাউল করিম রেজা/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।