এবার জেলের জালে ধরা পড়ল ৪৬ কেজির বাঘাইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজলোর দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনার মোহনায় প্রায় প্রতিদিনই জেলেদের জালে ধরা পড়ছে বিশাল আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে মমিন নামে এক জেলের জালে ধরা পড়ে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড়।
সকালে মাছটি দৌলতদিয়ার রওশন মোল্লার আড়তে নিয়ে আসেন মমিন। সুমাইয়া মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সোহেল মোল্লা মাছটি এক হাজার ৫০ টাকা কেজি দরে ৪৮ হাজার টাকায় কিনে নেন। মাছটি একনজর দেখার জন্য ভিড় করেন স্থানীয়রা।
জেলে মমিন জানান, নদীতে জাল ফেলে ভোররাতে ৪৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরেন তিনি। বর্তমানে নদীতে পানি কমতে শুরু করেছে। ফলে এখন ছোটবড় বিভিন্ন ধরনের মাছ ধরা পড়ছে।

এর আগে সোমবার (৭ সেপ্টেম্বর) ৪৩ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। এছাড়া কয়েক দিনে বাঘাইড়, পাঙ্গাশ, রুইসহ বেশ কয়েকটি বড় মাছ ধরা পড়ে। মাছগুলো দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ীদের কাছে জেলেরা বিক্রি করেন। পরে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানের বড় বড় ব্যবসায়ীর সঙ্গে ফোনে যোগাযোগ করে সামান্য লাভে সেগুলো বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, নদীর পানি কমতে থাকায় পদ্মা ও যমুনার মোহনায় বড় বড় মাছ ধরা পড়ছে। কিন্তু ভরা মৌসুমে বড় মাছ তেমন ধরা পড়ে না। বড় মাছ ধরা পড়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন জেলে ও ব্যবসায়ীরা।
রুবেলুর রহমান/আরএআর/এমএস