পাবনায় সাবেক এমপি ও বেড়া উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত
পাবনা-২ (বেড়া- সুজানগর) আসনের সাবেক সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আজিজুল হক আরজু এবং বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বেড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের করোনায় আক্রান্ত হয়েছেন।
পাবনা-২ (বেড়া- সুজানগর) আসনের সংসদ সদস্য ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ ফিরোজ কবির বিষয়টি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিশ্চিত করেন। তিনি জানান, পাবনা জেলার আ.লীগের এ দু’জন সিনিয়র নেতা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
আহমেদ ফিরোজ কবির আরও জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা পাবনা-২ নির্বাচনী এলাকার সব মসজিদে তাদের সুস্থতার জন্য দোয়া করতে তিনি মুসুল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, জেলায় প্রায় ২৯ লাখ মানুষ রয়েছেন। এর মধ্যে মাত্র ১০ হাজার ৩৬৯ জন মানুষের কোভিড পরীক্ষা করা হয়েছে। আর এতে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪ জনের মধ্যে।
তিনি জানান, সরকারি হিসাবে মতে এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। তবে বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা এর তিনগুনেরও বেশি।
এমএএস/পিআর