হবিগঞ্জেও কিশোরদের মধ্যে গড়ে উঠছে ‘গ্যাং কালচার’
ঢাকার আদলে উঠতি কিশোরদের ‘গ্যাং কালচার’ হবিগঞ্জেও গড়ে উঠেছে। স্কুল কলেজের গণ্ডি পেরোনোর আগেই কিশোরদের একটা অংশ বেপরোয়া আচরণ শুরু করেছে। তারা এখন পাড়া মহল্লায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয় ভয়ঙ্কর সব অপরাধে জড়িয়ে পড়ছে কিশোররা। মূলত কিশোর বয়সে হিরোইজমের চিন্তা থেকেই গ্যাং কালচার গড়ে উঠছে।
বৃহস্পতিবার হবিগঞ্জ শহরে এক কলেজ ছাত্রকে অপহরণের সময় আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সন্ধ্যা ৬টায় শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার শিক্ষা অফিসের সামনের একটি টমটম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- আন্তঃজেলা কিশোর গ্যাংয়ের সদস্য শহরের চিড়াকান্দির বাসিন্দা অসীম কুমার দাশের ছেলে অনুপ কুমার দাশ (১৭), সুখচর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র দাসের ছেলে দৃশ্য দাস (১৯), শহরতলীর উমেদনগর গ্রামের যশো রায়ের ছেলে অপু রায় (১৭) ও শহরের বাণিজ্যিক এলাকার সজিব বণিকের ছেলে জয় বণিক (১৭)।
পুলিশ জানায়, ঢাকা ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র শহরের রিচি আইড়া কোনা গ্রামের বাসিন্দা ডা. গোপাল আচার্য্যরে ছেলে অর্ণব আচার্য্য (১৭) বাড়ি যাওয়ার উদ্দেশে শহরের কলাপাতা রেস্ট্যুরেন্টের সামনে দাঁড়িয়েছিল। এ সময় উল্লেখিতরা অর্ণবকে মারধর করে একটি টমটমযোগে অপহরণ করে নিয়ে যায়। তারা টমটমে অর্ণবকে মারধরসহ তাকে জোরজবরদস্তি করতে থাকে। তিনকোনা পুকুরপাড় এলাকায় টমটমটি পৌঁছালে অর্ণবের চিৎকার শুনে ডিবির এসআই আজাদুর রহমান আজাদের বিষয়টি সন্দেহ হয়। তিনি সদর থানায় খবর দেন। এসআই হারুন আল রশিদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ণবকে উদ্ধার করেন এবং উল্লেখিত ৪ জনকে আটক করে থানায় নিয়ে যান। এ সময় অন্যরা পালিয়ে যায়।
ভিকটিম অর্ণব আচার্য্য জানায়, আটকরা তার বন্ধু। বেশ কিছুদিন আগে একটি বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা নিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তার। পরে বিষয়টি স্থানীয়ভাবে সমাধানও করা হয়। তারই সূত্র ধরে বৃহস্পতিবার তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
সদর মডেল থানার ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ জানান, বিষয়টি পুলিশ গভীরভাবে খতিয়ে দেখছে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর