৮ দিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে পরীক্ষামূলক ফেরি চালু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০

আটদিন পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শিমুলিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে তিনটি ফেরি কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। পদ্মা নদীতে নাব্য সঙ্কটের কারণে এই রুটে গত ৩ সেপ্টেম্বর থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ ফয়সাল বলেন, বিআইডব্লিউটিএ থেকে আমাদের জানানো হয়েছে যে ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানো হয়েছে। তাই পরীক্ষামূলকভাবে আমরা ফেরি চালু করেছি। ২ নম্বর ঘাট থেকে রো রো ফেরি জাহাঙ্গীর ও ফেরি কাকলি এবং ৩ নম্বর ঘাট থেকে ফেরি ক্যামেলিয়া ছেড়ে গেছে। এই তিনটি ফেরি নির্বিঘ্নে কাঁঠালবাড়ী ঘাটে পৌঁছাতে পারলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে তেমন একটা যানবাহনের চাপ নেই। কিছু পণ্যবাহী ট্রাক ও পিকআপ আছে।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।