৮ দিন পর কাঁঠালবাড়ি ঘাটে এলো ফেরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০

নাব্য সঙ্কটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে আটদিন পর পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা তিনটি ফেরিই সফলভাবে কাঁঠালবাড়ি ঘাটে এসে পৌঁছেছে।

বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং বিভাগ) মো. সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নাব্য সঙ্কট ও ডুবোচরের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ রুটে বিআইডব্লিউটিএ’র খনন করা সকল চ্যানেল গত ৩ সেপ্টেম্বর বন্ধ হয়ে যায়। এর আগে দুর্ঘটনা এড়াতে এই রুটে সন্ধ্যার পর ফেরি বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়ে। বিকল্প রুট হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া দিয়ে যাতায়াতের পরামর্শ দেয়া হয়।

এদিকে পদ্মা নদীতে ড্রেজিং করে চ্যানেলে নাব্য ফেরানোর পর শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিমুলিয়া ঘাট থেকে পরীক্ষামূলকভাবে তিনটি ফেরি ছাড়া হয়। প্রথমে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরি কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছায়। এর আগে ফেরিটি লৌহজং টার্নিং পয়েন্টে আটকে যায়। আধাঘণ্টা পর ফেরিটি উদ্ধার করা হয়। এরপর ক্যামেলিয়া ও কাকলি ফেরি সফলভাবে পার হয়ে ঘাটে আসে।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।