১০৫ পিস ইয়াবার মামলায় ৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৫:০৪ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২০

গাইবান্ধায় মাদক মামলায় মো. আব্দুর রশিদ প্রধান নামে এক ব্যক্তিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ প্রধান জেলার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে।

এ খবর নিশ্চিত করে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০১৮ সালে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে রশিদকে আটক করে পুলিশ। তার কাছে ১০৫ পিস ইয়াবা পাওয়া যায়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

আসামির জবানবন্দি ও স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আব্দুর রশিদ প্রধান আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

জাহিদ খন্দকার/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।