দুই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২০

মাগুরায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ আশপাশের ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহজালাল বাবু জাগো নিউজকে বলেন, দুপুর আড়াইটার দিকে মাগুরা-যশোর সড়কের মঘীরঢালে দুটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। মাগুরা থেকে যশোরগামী চাকলাদার পরিবহনের একটি যাত্রীবাহি বাস অপরদিক থেকে আসা যাত্রীবাহী সোহাগ পরিবহনকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষে দুটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় অপর একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই চাকলাদার পরিবহনের তিন যাত্রী নিহত হন। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে উদ্ধার কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

আরাফাত হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।