হবিগঞ্জে পুকুরে ভেসে উঠল দুই শিশুর লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দ্পুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ওই গ্রামের ফয়সল আহম্মেদ লিপনের ছেলে আবরার (৩) সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। পরে পুকুরে লাশ ভেসে উঠতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। কয়েক ঘণ্টা পর একই গ্রামের জহিরুল ইসলাম মিন্টুর মেয়ে তানিসা (৩) পানি ডুবে মারা যায়। তানিসা খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। পুকুরে লাশ ভেসে উঠলে স্বজনরা উদ্ধার করে।

মাধবপুর থানা পুলিশের ওসি মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, একই দিনে গ্রামের দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।