শিবচরে কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে তলা ফেটে লঞ্চ বিকল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

কাঁঠালবাড়ি-নৌরুটের পদ্মা সেতুর চ্যানেলমুখে একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে গেছে। শ্রেষ্ঠ-২ নামের লঞ্চটি যাত্রী নিয়ে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটের দিকে আসছিল।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। লঞ্চের যাত্রীদের উদ্ধার করতে কাঁঠালবাড়ি ঘাট থেকে অন্য আরেকটি লঞ্চ পাঠানো হয়েছে। বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ি লঞ্চঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সন্ধ্যার পর শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চটি কাঁঠালবাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

পদ্মা সেতুর চ্যানেলমুখে প্রবেশের সময় ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। যাত্রীদের উদ্ধার করতে ইতোমধ্যে অন্য লঞ্চ পাঠানো হয়েছে।

নাসির/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।