মাদকে সম্পৃক্ত ১৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২০

টাঙ্গাইল ১৫ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

এর আগে শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর একটি দল ১৫ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করে।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার রওশন আলী বলেন, শহরের বেবিস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৫ জন মাদক সেবনকারী ও ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

এদের মধ্যে অনেকেই এর আগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা পেয়েছেন। তবে এখন পর্যন্ত সাজাপ্রাপ্তদের নাম ও সাজার মেয়াদ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি র‌্যাব। র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।