ইয়াবা হাতবদল কালে হাতেনাতে ধরা পড়ল যুবক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০২ অক্টোবর ২০২০

কক্সবাজার শহরের নতুন বাহারছড়া ঝাউতলা গাড়িরমাঠ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি দল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চালানো অভিযানে তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার রিয়াজ উদ্দীন (৩০) কক্সবাজার সদরের পোকখালীর পশ্চিম গোমাতলীর হায়দার আলী মেম্বারের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শেখ সাদী জানান, গোপন সংবাদে খবর আসে কক্সবাজার শহরের নতুন বাহারছরা ঝাউতলা গাড়িরমাঠ এলাকায় নুরুল কবিরের বিল্ডিংয়ের নিচে ইয়াবা বেচাকেনা হচ্ছে। এমন খবরে অভিযান চালিয়ে রিয়াজকে ইয়াবাসহ হাতে-নাতে ধরা হয়।

রিয়াজ দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা করে আসছে বলে প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে উল্লেখ করেন র‌্যাব কর্মকর্তা শেখ সাদী।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।