এমপি হেলেনের স্বামী বাচ্চু তালুকদারের ইন্তেকাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:১১ এএম, ০৪ অক্টোবর ২০২০

পটুয়াখালী কৃষকলীগ নেতা, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক ও সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেনের স্বামী মো. জাহিদ হোসেন বাচ্চু তালুকদার (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৪ অক্টোবর) ভোরে তিনি পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোর ৪টার দিকে অসুস্থ হয়ে পড়লে অতিদ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তিনি ভোর ৫টার দিকে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাচ্চু তালুকদার বাংলাদেশ জাতীয় সংসদের ৩২৯ আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা এমপির স্বামী। তিনি বাংলাদেশ কৃষকলীগের পটুয়াখালী জেলার সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট, পটুয়াখালী অন্ধকল্যাণ সমিতিসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের আজীবন সদস্য হিসেবে কাজ করছিলেন।

বাচ্চু তালুকদারে মৃত্যুতে শোক জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সাংসদ ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা প্রশাসক মোহাম্মদ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন, পৌর মেয়র ও দি পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল, পটুয়াখালী ইয়ুথ ফোরামের সভাপতি মো. জহিরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতারা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।