হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:৪৯ পিএম, ০৪ অক্টোবর ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) বিকেলে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চুনারুঘাট উপজেলার দীপছড়া এলাকার সফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (২২) ও তার বন্ধু একই এলাকার রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া (২৫)।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে এক গৃহবধূ (৪৫) ও তার মেয়েকে (২৫) মুখে কাপড় বেঁধে ধর্ষণ করে। এরপর তারা বাড়ির মালামাল লুট করে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী মেয়ে বাদী হয়ে শনিবার রাতে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে রোববার বিকেলে চুনারুঘাট থানা পুলিশ ওই দুই যুবককে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান আল রিয়াদ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।