ইলিশ শিকারের সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ
ভোলার মনপুরার মেঘনা নদীতে ট্রলারে রান্না করার সময় একটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছেন। এসময় সঙ্গে থাকা অন্য জেলেরা তাদের দ্রুত উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।
দগ্ধ হওয়া জেলেরা হলেন- মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা রাধেশ্যাম দাস (৩২) ও সমীর দাস (৪০)। সোমবার (৫ অক্টোম্বর) দুপুরে মনপুরা উপজেলার শামছুদ্দিন চর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে শামছুদ্দিন চর সংলগ্ন মেঘনা নদীতে সোনারচর গ্রামের শংকর দাসের নেতৃত্বে তার ট্রলারে করে পাঁচ-সাতজন জেলে ইলিশ শিকার করছিলেন। দুপুরের খাবারের জন্য ট্রলারে গ্যাসের চুলায় রান্না করছিল রাধেশ্যাম ও সমীর। এ সময় হঠাৎ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন।
ট্রলারে থাকা অন্য জেলেরা স্থানীয় জেলেদের সহযোগিতায় তাদের উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জুয়েল সাহা বিকাশ/এমএএস/এমএস