রিফাত শরীফ হত্যায় অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০২০

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আসামিদের উপস্থিতিতে বরগুনার বিচারক হাফিজুর রহমানের আদালতে এ যুক্তিতর্ক শুরু হয়।

যুক্তিতর্কের প্রথম দিন আদালতে আসামিদের বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

এদিন রাষ্ট্রপক্ষ ১৬৪ ধারায় আদালতে দেয়া সাত আসামির জবানবন্দির পর্যালোচনামূলক বক্তব্য এবং হত্যাকাণ্ডের সঙ্গে আসামির সম্পৃক্ততা প্রমাণের চেষ্টা করেন। প্রায় দুই ঘণ্টা রাষ্ট্রপক্ষের আইনজীবীর যুক্তিতর্ক উপস্থাপনের পর আগামীকাল মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি করা হয়।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান বাবুল বলেন, রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। আগামী ৯ অথবা ১০ কার্যদিবসের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর আদালত এ মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বহুল আলোচিত এ মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় ঘোষণা করেন আদালত। রায়ে নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ছয়জনের ফাঁসির আদেশ দেয়া হয়। এছাড়া বেকসুর খালাস প্রদান করা হয় চারজনকে।

সাইফুল ইসলাম মিরাজ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।