মেয়ে কোথায় জানতে চাওয়ায় বৃদ্ধ বাবাকে রড দিয়ে পেটাল বখাটেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৬ অক্টোবর ২০২০

মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে কোথায় রেখেছে জানতে চাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুরে এক বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়েছে বখাটেরা। সোমবার (৫ অক্টোবর) রাতে উপজেলার আলীগঞ্জ বাজারের কলোনি এলাকায় তাকে নির্যাতন করা হয়।

একই উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গুতগাঁও গ্রামের আংগুর মিয়ার ছেলে শামীম ও তার সহযোগীরা তাকে নির্যাতন করেছে বলে অভিযোগ নির্যাতনের শিকার বৃদ্ধ আনোয়ার আলীর।

আনোয়ার আলী জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাজনগর গ্রামের এক ব্যক্তির বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতো তার মেয়ে। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে ওই বাসা থেকে তার মেয়েকে তুলে নিয়ে যায় শামীম। তারপর থেকে মেয়ের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর একমাত্র ছেলেকে নিয়ে তার মেয়ে তাদের বাড়িতেই থাকতো। কিন্তু সব সময় তার মেয়েকে উত্ত্যক্ত করতো শামীম। সোমবার সন্ধ্যায় শামীমের কাছে মেয়েকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

এদিকে বৃদ্ধ আনোয়ার আলীকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বৃদ্ধের হাতে, পিঠে ও পায়ে রডের আঘাতের চিহ্ন দেখা গেছে।

নির্যাতনের শিকার বৃদ্ধ আনোয়ার আলী বলেন, গুতাগাঁও গ্রামের শামীম, লিটন, লিয়াকত ও আক্কাইসহ আরও দুজন আমাকে রড দিয়ে পিটিয়েছে। ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে জানিয়েও কোনো বিচার পাইনি।

তবে পাইলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মখলুছ মিয়া বলেন, এ ঘটনাটি আমাকে কেউ জানায়নি।

জগন্নাথপুর থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মুসলেহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।