বাসচালক-হেলপারদের শপথ করালেন এসপি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ০৭ অক্টোবর ২০২০

সাতক্ষীরায় অবৈধ হাইড্রোলিক হর্ন ও এলইডি লাইট ধ্বংসকরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা বাসস্ট্যান্ড চত্বরে জেলা পুলিশের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মো. মোস্তাফিজুর রহমান। প্রথম দিন ৮০০ হাইড্রোলিক হর্ন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, কোন দেশ কতটা সভ্য সেটা বোঝা যায় সেই দেশের ট্রাফিক ব্যবস্থা দেখে। উন্নত বিশ্বে হাইড্রোলিক হর্ন তো দূরের কথা তারা কোনো হর্নই ব্যবহার করে না। হাইড্রোলিক হর্ন মানুষের শ্রবণ শক্তি নষ্ট করে দেয়। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন ব্যবহারকারী। সম্প্রতি জেলাজুড়ে হাইড্রোলিক হর্ন ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এটি বন্ধে জেলা পুলিশের পক্ষ থেকে মালিক ও শ্রমিকদের সচেতন করা হয়েছে।

তিনি বলেন, ৮০০ হাইড্রোলিক হর্ন এবং এলইডি লাইট জব্দ করে বিনষ্ট করা হয়েছে। এখন থেকে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি গণপরিবহনে নারীদের সম্মানের প্রতি শ্রমিকদের সজাগ থাকার আহ্বানও জানান।

jagonews24

এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকল বাস চালক ও হেলপারদের হাইড্রোলিক হর্ন ব্যবহার না করতে শপথ বাক্য পাঠ করান পুলিশ সুপার।

অনুষ্ঠানে জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি আবু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাউদ্দিন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সম্পাদক আবু জাহিদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আকরামুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।