বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ, সকালে মিলল লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৯ অক্টোবর ২০২০

সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামে ধানখেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্র হৃদয় মন্ডল (৯) ঝিটকি গ্রামের বিকাশ মন্ডলের ছেলে ও ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

শিবপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আবু সাঈদ সরদার জানান, সকাল ১০টার দিকে স্থানীয় ধানখেতে মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত শিশুর বাবা বিকাশ মন্ডল জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খেলা করতে বাড়ির বাইরে যায় হৃদয়। তারপর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। মসজিদে মাইকিংও করা হয়েছিল।

আজ সকালে থানায় সাধারণ ডায়রি করতে যাওয়ার কথা ছিল। এরই মধ্যে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বাড়িতে খবর দেয় বলে জানান তিনি।

সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, ধানখেত থেকে স্কুলছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। এখনই বিস্তারিত বলা সম্ভব নয়। পুলিশ ঘটনার রহস্য উৎঘাটনে কাজ শুরু করেছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।