মাঝ পদ্মায় তলা ফেটে ১২০ যাত্রী নিয়ে বিপাকে লঞ্চ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১১ অক্টোবর ২০২০
ফাইল ছবি

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে বিকল হয়ে পড়ে। পরে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাট থেকে অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করা হয়। রোববার(১১ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শরীয়তপুরের মাঝিকান্দি ঘাট থেকে এমভি শাহ পরান নামের একটি লঞ্চ ১২০ জন যাত্রী নিয়ে মুন্সীগঞ্জের শিমুলিয়ার উদ্দেশে যাত্রা করে। লঞ্চটি মাঝ পদ্মার চ্যানেল অতিক্রম করতে গেলে ড্রেজারের পাইপে ধাক্কা লেগে তলা ফেটে যায়। এ সময় পানি উঠে ডোবার উপক্রম হয় লঞ্চটির। খবর পেয়ে বিআইডব্লিউটিএ অন্য লঞ্চ পাঠিয়ে যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়ায় পৌঁছে দেয়।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে অন্য লঞ্চ দিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে নিরাপদে পৌঁছে দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১ মাসে একইভাবে তিনটি লঞ্চ দুর্ঘটনার শিকার হয়েছে। প্রতিটি লঞ্চের ড্রেজার পাইপের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যায়।

নাসিরুল হক/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।