নৌকায় উঠতে গিয়ে চাচা-ভাতিজির মৃত্যু
টাঙ্গাইলের নাগরপুরে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার পোষ্টকামারী গ্রামে।
মৃত দুই শিশু ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. হাবিব মিয়া (৪) ও মো. ওহাব মিয়ার মেয়ে সামিয়া (৩)।
তারা সম্পর্কে চাচা ভাতিজি। স্বজনরা শিশু দুটিকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে শিশু দুটি মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে চলছে শোকের মাতম।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার সকালে নিজ বাড়ির পাশের ডোবায় ঘাটে নৌকা বাঁধা ছিলো। শিশু দুটি খেলার উদ্দেশ্যে নৌকায় উঠার চেষ্টা করে। এ সময় পা পিছলে দুজনেই পানিতে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা পর শিশু হাবিবের ফুফু রোজিনা আক্তার প্রথমে হাবিবের মৃত দেহ পানিতে ভাসতে দেখে।
পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা নিহত হাবিবের লাশের সঙ্গে হাত ধরে থাকা অপর শিশু সানিয়াকেও উদ্ধার করা হয়। সত্যতা নিশ্চিত করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. রোকনুজ্জামান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপেক্সে আনা হয়েছিল।
আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস