আচার ভেবে ইঁদুরের ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু, তিন শিশু অসুস্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৬:৫০ পিএম, ০১ নভেম্বর ২০২০
শিশুটির লাশ জড়িয়ে ধরে কাঁদছেন মা

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইঁদুর মারার ওষুধ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়েছে তিন শিশু। তাদের চিকিৎসা চলছে।

রোববার (০১ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামে এ ঘটনা ঘটে। আচার ভেবে ইঁদুরের ওষুধ খেয়ে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, ভাঙারি ব্যবসায়ী সামছুউদ্দিন ভাঙারির মালামাল কিনে নিজ বাড়িতে রেখে অন্যত্র যান। এ সময় ভাঙারির মালামালের সঙ্গে থাকা ইঁদুর মারার ওষুধকে আচার ভেবে চার শিশু খেয়ে ফেলে।

এতে স্থানীয় মো. রিয়াদ হোসেনের ছেলে সাব্বির (৩) এবং তার ভাই রাব্বিসহ (৬) একই গ্রামের চান্দু মিয়ার ছেলে সিফাত (৫) ও ইমন হোসেনের ছেলে কাউছার (৫) অসুস্থ হয়ে পড়ে।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথিমধ্যে সাব্বির মারা যায়। বাকি তিনজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত শিশুর নানা আজাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার নাতি সাব্বির মারা গেছে। বাকি তিনজনের অবস্থা ভালো না। তারা ঢাকার মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বদিউজ্জামান বলেন, প্রথমে অসুস্থ শিশুদের আমাদের এখানে নিয়ে আসেন স্বজনরা। অবস্থা ভালো না বিধায় ঢাকায় পাঠিয়ে দেয়া হয়।

সিরাজদিখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দীপু বলেন, ইঁদুর মারার বিষ খেয়ে ফেলে চার শিশু। আচার ভেবে তারা তা খেয়ে ফেলে গুরুতর অসুস্থ হয়। এতে একজনের মৃত্যু হয়েছে। বাকি তিনজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি আছে।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।