প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৩০০ প্রতিবন্ধী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:৪৯ পিএম, ০৪ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার সামগ্রী পেয়েছেন সুনামগঞ্জের ১১টি উপজেলার ৩০০ জন প্রতিবন্ধী। বুধবার (৪ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে প্রতিবন্ধী কার্যালয়ে ৩০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, শ্রবণযন্ত্র ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এ সময় সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক সুচিত্রা রায়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. মো. তানজিল হক, মনিটরিং কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রতিবন্ধী বলে কাউকে অবহেলা-অযত্ন করা যাবে না। মনে রাখতে হবে যে প্রতিবন্ধীরাও মানুষ, তারাও সমাজের একটি অংশ। তাই আসুন আমরা প্রতিবন্ধীদের অবহেলা না করে ভালোবাসি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য সব কিছু করছেন। তাদের সকল সুযোগ-সুবিধা দিচ্ছেন। প্রধানমন্ত্রীর দেয়া সকল উপহার আজ আমরা প্রতিবন্ধীদের হাতে তুলে দিচ্ছি।

লিপসন আহমেদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।