দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে কনস্টেবল রুবেল শর্মা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৫ নভেম্বর ২০২০

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় গ্রেফতার ওসি প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সহকারী পুলিশ সুপার খাইরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বিতীয় দফা রিমান্ডে রুবেলের কাছ থেকে সিনহা হত্যা মামলা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত ২৮ অক্টোবর কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ দ্বিতীয় দফায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল। এছাড়াও গত ৩০ সেপ্টেম্বর রুবেল শর্মার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন একই আদালত।

গত ১৪ সেপ্টেম্বর কনস্টেবল রুবেল শর্মাকে সিনহা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। র্যাবকে মামলাটির তদন্তভার দেয়া হয়। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্যতম আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার সহযোগী রুবেল শর্মা এখনও জবানবন্দি দেননি।

সায়ীদ আলমগীর/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।