ভবঘুরে ক্ষুধার্তদের জন্য মানবতার ঝুড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৫ নভেম্বর ২০২০

সাতক্ষীরা সদর উপজেলায় ভবঘুরে ব্যক্তিদের ক্ষুধা নিবারণে ‘মানবতার ঝুড়ি’ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের সার্কিট হাউজ মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল।

সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের উদ্যোগে এটি স্থাপন করা হয়। সিডিও ইয়ুথ টিমের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী গাজী আসাদের পরিচালনায় ‘মানবতার ঝুড়ি’ উদ্বোধনকালে বারসিক এনজিওর কর্মসূচি কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ার্দার, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর উপজেলা ইউনিটের সভাপতি স ম ওসমান গনী সোহাগ, সহ-সভাপতি মো. ফজলুল হক, সদর উপজেলা ইউনিটের মো. আসাউর রহমান, আবু বাক্কার সিদ্দীক (স্বাধীন), মো. সাইফুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সিডিও ইয়ুথ টিমের সভাপতি স ম ওসমান গনী সোহাগ বলেন, সাতক্ষীরা জেলা শহরে প্রতিদিন বিভিন্ন ভবঘুরে, পাগলসহ দরিদ্র ব্যক্তিদের দেখা যায়। তাদের ক্ষুধা নিবারণে আমরা ক্ষুদ্র প্রচেষ্টা হাতে নিয়েছি।

সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন, স্বল্পসংখ্যক মানুষের জন্য হলেও কিছুটা ক্ষুধা নিবারণ করতে পারবেন। তবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সিডিওর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানবিক ও ইনোভেটিভ কাজে পাশে থাকার আশ্বাস দেন।

উদ্বোধনের প্রথম দিনই স্থানীয় ব্যবসায়ী জিহান টেলিকমের স্বত্বাধিকারী অনন্ত আফরিন সঙ্গী বিভিন্ন আইটেমের খাবার ক্রয় করে মানবতার ঝুড়িতে প্রদান করেন।

আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।