প্রেম প্রত্যাখ্যান করায় ছাত্রীকে হত্যা, যুবকের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০৯ নভেম্বর ২০২০

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্কুলছাত্রীকে হত্যার দায়ে আনোয়ারুল ইসলাম নামে এক যুবকের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (০৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন আব্রাহাম লিংকন এবং আসামিপক্ষে ছিলেন ফখরুল ইসলাম।

মামলার বিবরণে জানা যায়, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ২০১৫ সালের ১৪ জুন রৌমারী উপজেলার শৌলমারী এম আর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরজিনা খাতুনকে বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রৌমারী থানায় আনোয়ারুলকে আসামি করে হত্যা মামলা করেন।

কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন বলেন, এটি আদালতের ভালো সিদ্ধান্ত। অপরাধের ধরন অনুযায়ী অপরাধীর সাজা হয়েছে। আমৃত্যু কারাদণ্ড এটি অপরাধীদের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।