ভুয়া নারী চিকিৎসক দিতেন আল্ট্রাসনো রিপোর্ট, করতেন ডেলিভারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১২ নভেম্বর ২০২০

সাতক্ষীরা সদর উপজেলার কাথুন্ডা বাজারে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা করায় দীপা চাকমা নামের একজন ভুয়া চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীপা চাকমা কাথুন্ডা বাজারে বাড়ির সামনে একটি রুমে ডা. দীপা নামক ব্যানার ঝুলিয়ে মহিলা রোগী দেখতেন। তিনি আল্ট্রাসনো রিপোর্ট দিতেন। এমনকি ডেলিভারিও করতেন।

স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম জানান, দীপা চাকমা অনেকদিন ধরে গর্ভবতী নারীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। আল্ট্রাসনো করে রিপোর্ট দিতেন। কখনো কখনো নরমাল ডেলিভারিও করতেন।

jagonews24

তিনি বলেন, অনেকেই তার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। এখন শুনছি, তিনি ভুয়া চিকিৎসক।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, কাথুন্ডা বাজারে অবৈধ ক্লিনিকে অভিযান চালানো হয়েছে। অভিযানে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা, ডাক্তারি সার্টিফিকেট না থাকা, অননুমোদিতভাবে আল্ট্রাসনোগ্রাফি করা, অস্বাস্থ্যকর পরিবেশে ডেলিভারি করাসহ নানা অপরাধে দীপা চাকমাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আকরামুল ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।